মো. মেরাজ উদ্দিন বাপ্পী, স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ: প্রাইভেট কারের সারি নিয়ে ময়মনসিংহে এলেন ময়মনসিংহে সিটি কর্পোরেশন (এমসিসি) নির্বাচনে বর্তমান প্রশাসক, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক পৌরসভার মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
শনিবার বিকেল তখন ৫টা ৩০। বাইপাস মোড় প্রবেশ মুখে লাখো নেতাকর্মী। হাতে ফুলের তোড়া। হাসিমুখে গাড়ি থেকে নেমে এলেন মোঃ ইকরামুল হক টিটু।
এমন সময় মিছিল-স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠলো ময়মনসিংহ নগরীর পুরো রাজপথ। একটু এগিয়ে আসার পর একে একে নেতারা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন মোঃ ইকরামুল হক টিটু।
শনিবার বিকেলে এমনভাবে নবগঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী মোঃ ইকরামুল হক টিটুকে বরণ করে নেন নেতাকর্মীরা।
গত শুক্রবার বিকালে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটি ঘোষনার পর টিটু প্রথম ঢাকা থেকে ময়মনসিংহে ছিল তার প্রথম সফর। এ কারণে তাকে নিয়ে ময়মনসিংহ নেতাকর্মীদের উচ্ছ্বাস-উদ্দীপনার কমতি ছিল না।
বরণপর্ব শেষ করার পর তাকে নিয়ে হাজার হাজার মোটরসাইকেল নিয়ে বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোডাউনের অগ্রভাগে ছিল কয়েক হাজার মোটরসাইকেল। এরপর ছিল গাড়ির সারি।
নেতাকর্মীদের নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে টাউনহল মাঠে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। শোডাউন শেষে সন্ধ্যায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে উচ্ছ্বাস প্রকাশ করে মোঃ ইকরামুল হক টিটু বলেন, আপনাদের ভালোবাসায় আমি আনন্দিত। ভবিষ্যতে আপনাদের সঙ্গে নিয়েই দেশ গড়ার কাজে মনোনিবেশ করবো। এ সময় তিনি উপস্থিত সকল স্তরের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানান।
টিটু বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঐতিহ্য ধরে রাখার জন্য গণতন্ত্রের মানস কন্যা বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা এমপি মহোদয় আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি তা নিষ্ঠার সঙ্গে পালন করব। নেতৃত্বদানকারী হিসেবে আওয়ামী পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ময়মনসিংহ মহানগরী কে সমৃদ্ধ নগর হিসেবে যেন গড়ে তুলতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন নবগঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী মোঃ ইকরামুল হক টিটু।
আর এই বরণের মধ্য দিয়ে তারা ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী মোঃ ইকরামুল হক টিটুকে সাদরে গ্রহণ করে নিলেন।
এর আগে ময়মনসিংহে সিটি করপোরেশন (এমসিসি) এর প্রশাসক, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক পৌরসভার মেয়র ছিলেন।